এবার আপনি কলকাতার ট্রামে চড়ে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন| কলকাতার একটি ট্রামের বগি সাজিয়ে তোলা হয়েছে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন স্থানগুলির ছবি দিয়ে| রয়েছে সেদেশের আদিম সৈকত, প্রত্যন্ত নির্জন রাজকীয় এলাকা ও প্রাণবন্ত সব বন্য প্রাণীদের ছবি| পাশাপাশি, অস্ট্রেলিয়ায় পর্যটনের সুযোগগুলিও তলে ধরা হয়েছে| সম্প্রতি ধর্মতলা ট্রাম ডিপোতে এই অভিনব ট্রামের উদ্বোধন হয়ে গেল| উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন| উপস্থিত ছিলেন কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল মিঃ হিউ বয়লান, রাজ্য সরকারের পরিবহণ বিভাগের সচিব, ডক্টর সৌমিত্র মোহন|
