২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫

দ্বিতীয়বার আমির খান ও রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায় | এই বিঞ্জাপনের পোস্টার শেয়ার করেছে আলিয়া ভাট

High News Digital Desk:

আমির খান ও রণবীর কাপুরকে প্রথমবার একসঙ্গে তাঁদের দেখা গিয়েছিল পিকে ছবিতে| তবে তা মাত্র কয়েক মুহূর্তের জন্য| ঐটুকু সময়ের জন্য আমির খান এবং রণবীর কাপুরকে দেখে মোটেই মন ভরেনি জনতামহলের| তারপর সেই কবে থেকে হা পিত্যেশ করে দর্শক বসে রয়েছেন এই দুজন তারকাকে একসঙ্গে ছবিতে দেখার জন্য| একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন আমির এবং রণবীর| এবং সে খবর পোস্টার সহ ঘোষণা করলেন রণবীরের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট|

ইনস্টাগ্রামে নিজস্ব অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া| সেখানে দেখা গেল, রণবীর ও আমিরের পাশাপাশি দাঁড়ানোর একটি ছবির পোস্টার হাতে নিয়ে রয়েছেন তিনি| সেই পোস্টারের উপর লেখা এ কে ভার্সেস আর কে|অর্থাৎ আমির বনাম রণবীর| দর্শকের উদ্দেশ্যে আলিয়াকে বলতে শোনা গেল, সেরার সেরাদের যুদ্ধ| আমার দুজন সবথেকে প্রিয় অভিনেতা এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে… দারুণ একটা ব্যাপার হতে চলেছে…একটু অপেক্ষা করুন..আগামীকাল এই বিষয়ে আরও বিশদে জানতে পারবেন| আমার বিশ্বাস, বিষয়টি আমার যতটা ভাল লেগেছে, আপনাদেরও লাগবে|

 

প্রসঙ্গত, তবে এই এ কে ভার্সেস আর কে কিন্তু কোনও ছবির ঘোষণা নয়| বিজ্ঞাপনের কাজ| সেটিও এই ভিডিওর সঙ্গে হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে বুঝিয়েছেন  দিয়েছেন আলিয়া|  সেই পোস্টারের উপর গোটা, গোটা অক্ষরে লেখা, চূড়ান্ত ব্লকব্লাস্টার এবং বছরের সেরা দ্বন্দ্ব| উল্লেখ্য, এই বিজ্ঞাপন পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি| এইমুহূর্তে রণবীরকে রামায়ণ ছবিতে পরিচালনা করেছেন নীতেশ| অন্যদিকে আমিরের জনপ্রিয় ছবি দঙ্গল-এরও পরিচালক ছিলেন তিনি|

 

Scroll to Top