৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

‘দেশসেবা’য় আরএসএস-এ যোগ, আর বাধা নেই সরকারি কর্মীদের

কলকাতা : ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধির সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল, যাঁরা সরকারি চাকরি করেন, তাঁরা আরএসএস করতে পারবেন না। এবার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বে এনডিএ সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। এমনই খবর জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

আাগামী বছর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শতবর্ষ। তাই ওই সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল বলে মনে করা হচ্ছে। এর আগে, ২০১৮-তে, ভারতীয় মজদুর সঙ্ঘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছিল, সরকার যেন বিষয়টি বিবেচনা করে। সেই সময় তারা কেশুভাই পটেল পরিচালিত বিজেপি সরকারের কথাও উল্লেখ করেছিল। এনিয়ে ওই বছর অক্টোবরে কনফেডারেশনের তরফে মোদির কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। সে-সময় কনফেডারেশনের সাধারণ সম্পাদক সাধু সিং জানিয়েছিলেন, আরএসএস একটি সামাজিক সংগঠন… অনেক সরকারি কর্মী সামাজিক কাজে অংশ নিতে চান… কিন্তু নিষিদ্ধকরণের জেরে বিভাগীয় শাস্তি হতে পারে – এই আশঙ্কায় তাঁরা দেশ তৈরির মতো মহান কাজে অংশ নিতে পারছেন না… তাই সংশ্লিষ্ট মন্ত্রক যেন আগের সরকারি নির্দেশ প্রত্যাহার করে নেয়।

অবশেষে মোদি সরকার আরএসএস সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিল। মনে করা যেতে পারে, সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক বিচারপতি অবসরের দিন জানান, চাকরিতে যোগ দেওয়ায় আগে তিনি আরএসএস করতেন… এখন আবার ওই সংগঠনের সঙ্গে যুক্ত হবেন।

বিজেপির তরফে এই নিয়ে আসরে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব। রবিশঙ্কর প্রসাদের মতো নেতা ব্যাখ্যা করেছেন বিষয়টি। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স (X) হ্যান্ডলে কটাক্ষ করেছেন সরকারি নীতির। পাশাপাশি, ইন্ডিয়া ব্লকের বিভিন্ন দলও সমালোচনা করছে কেন্দ্রীয় সরকারের। দিল্লিতে শুরু হয়েছে বাজেট অধিবেশন। সরকারি কর্মীদের আরএসএস করার ছাড়পত্র এখন কতটা প্রভাব ফেলে সংসদে, সেটাই দেখার। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই নিয়ে উত্তাল হতে পারে সংসদ।

Scroll to Top