৮ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২৫

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার, গত ২৪ ঘণ্টায় মৃত ৬

High News Digital Desk:

দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। দেশে দ্রুত ছড়িয়ে পড়া করোনা উদ্বেগ আরও বাড়িয়েছে। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সতর্ক রয়েছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৬১৩৩ জন হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬ জন রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে কর্ণাটকের ২ জন, কেরলের ৩ জন এবং তামিলনাড়ুর একজন রয়েছেন।

কেরলে সক্রিয় রোগীর সংখ্যা সর্বাধিক। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৫০। এরপর রয়েছে গুজরাটে ৮২২ জন, দিল্লিতে ৬৮৬ জন সক্রিয় রোগী বলে জানা গেছে।

Scroll to Top