দুঃস্থ শিশুদের নিয়ে অন্যরকম জন্মদিন পালন :-
কোচবিহার গোপালপুর চৌরঙ্গীর যুবক শুভাশিস দাসের ২৮ তম জন্মদিন উপলক্ষে ফুড এটিএম পরিষেবা দেওয়া হলো ফালাকাটা রেল স্টেশন সংলগ্ন কচিকাঁচা দুঃস্থ শিশুদের নিয়ে। তাদের দুপুরের আহারের পাশাপাশি শিক্ষা সামগ্রীও প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের ফালাকাটা শাখাকে নিয়ে আজ উক্ত কর্মসূচি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বার্থডে বয় শুভাশিস দাস, স্বেচ্ছাসেবী সংগঠনের রাজা বৈদ্য, সুজিত রায়, রাকেশ দাস, রাজদ্বীপ সাহা সহ অন্যান্যরা।