৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

দিল্লিতে জি২০ সম্মেলনে আসছেন না জিনপিং, তাঁর বদলে নয়া দিল্লিতে আসছেন চিনা প্রিমিয়ার লি কিয়াং

High News Digital Desk:

দিল্লিতে জি২০ সম্মেলনে আসছেন না জিনপিং, তাঁর বদলে নয়া দিল্লিতে আসছেন চিনা প্রিমিয়ার লি কিয়াং :-

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিক ভাবে চিন জানিয়ে দিল নয়াদিল্লির জি২০ শীর্ষ বৈঠকে যোগ দিচ্ছেন না সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং| সোমবার এই বিষয়ে তাদের ওয়েবসাইটে এক বিবৃতি জারি করেছে চিনা বিদেশ মন্ত্রক| বিবৃতি অনুযায়ী, তাঁর বদলে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনে চিনা প্রতিনিধি হিসেবে যোগ দেবেন সেই দেশের প্রিমিয়ার লি কিয়াং| চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, ভারত সরকারের আমন্ত্রণে, ভারতের নয়া দিল্লিতে ৯ এবং ১০ সেপ্টেম্বর ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি কিয়াং|

এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি হতাশ| একটু থেমে বাইডেনের সংযোজন, কিন্তু তাঁকে দেখতে পাব, এমনটা ধরে নিয়েই আমি যাচ্ছি| ২০টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে জি২০ শীর্ষ সম্মেলনের আসর বসছে নয়াদিল্লিতে| ৯ এবং ১০ সেপ্টেম্বর দুদিনের এই সম্মেলনে যোগ দেবেন ২০টি দেশের শীর্ষ প্রতিনিধিরা| সদস্যরাষ্ট্র হলেও এই সম্মেলনে সশরীরে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও| বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে পারেন তিনি| রুশ প্রতিনিধি হিসাবে ভারতে আসছেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ|

গতকালই রয়টার্স সূত্রে খবর মিলেছিল, জি-২০ সম্মেলনের জন্য ভারতে নাও আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং| তাঁর বদলে এই সামিটে যোগ দিতে পারেন চিনের প্রিমিয়ার লি কিয়াং| সমস্ত জল্পনার ইতি হল সোমবারের এই বিবৃতিতে|

Scroll to Top