২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫

দিঘা-বকখালিতে নাগাড়ে মাইকে প্রচার, দুর্যোগের শঙ্কায় বঙ্গের উপকূল

High News Digital Desk:

মেঘলা আকাশ, সঙ্গে দমকা হাওয়া ও বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র, আতঙ্কে সুন্দরবনের বাসিন্দারাও। উত্তাল পরিস্থিতি সাগরের। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে নাগাড়ে মাইকে প্রচার চলছে, সচেতনতার জন্য।

নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। প্রশাসনিক নির্দেশ অমান্য করে বুধবারই দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান এক পর্যটক। পরে নুলিয়ারা জলে নেমে তাঁকে উদ্ধার করেন। নিম্নচাপের কারণে সুন্দরবন ও দিঘার উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতেও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টির প্রকোপ বাড়তে পারে।

Scroll to Top