৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখন বিজেপি প্রার্থীর

High News Digital Desk:

তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখন বিজেপি প্রার্থীর :

একসময় ভোট ঘোষণা হলেই শুরু হতো দেওয়াল দখলের লড়াই| দেওয়াল চুনকাম করে রং-তুলিতে বিভিন্ন দলের প্রতীক ও প্রার্থীর নাম ফুটিয়ে তোলার কাজে তত্পর হয়ে উঠতেন শিল্পীরা| বরাত আসত অহরহ| কিন্তু এখন দিন বদলেছে| দেওয়াল লিখনে ভোটের প্রচার কমছে| তার জায়গায় ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন, হোর্ডিং তৈরি হচ্ছে বেশি| তাছাড়া এখন সোশ্যাল মিডিয়াতেও প্রচারে সরব সব দল| ফলে দেওয়াল-লিখন শিল্পীদের কাজ কমছে| নতুন প্রজন্মও সেভাবে এগিয়ে আসছে না| ভোটের মরশুমে তাই আক্ষেপ শিল্পীদের চোখে-মুখে| ভোটের প্রচারে ফ্লেক্স, ফেস্টুনের মাঝে হারিয়ে যাচ্ছে দেওয়াল লিখন| পঞ্চায়েত ভোটেও সমস্ত রাজনৈতিক দলের প্রচারেই বেশি ব্যবহার হচ্ছে ফ্লেক্স ও ফেস্টুন| দেওয়াল লেখার যেটুকু চাহিদা রয়েছে, সেটাও সামাল দিতে পারছেন না শিল্পীরা| নাওয়া-খাওয়া ছেড়ে এখন কাজ চালিয়ে যেতে হচ্ছে তাঁদের| একে দেওয়াল লেখার শিল্পীর অভাব, তার ওপর দোরগোড়ায় পঞ্চায়েত ভোট| কাজের চাপে ঘুম উড়েছে দেওয়াল-লিখন শিল্পীদের|
লোকসভা বা বিধানসভা ভোটে একজন করে প্রার্থীর নাম লিখতে হয়| কিন্তু পঞ্চায়েত ভোটে প্রার্থীর সংখ্যা অনেক| গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে একাধিক প্রার্থী| তাই সময়মতো কাজ সেরে উঠতে পারছেন না শিল্পীরা| দিনের পাশাপাশি রাতেও চলছে কাজ| তৃণমূলের প্রার্থীদের দেওয়াল লিখন বেশি চোখে পড়ছে, সেদিক থেকে অনেকটা পিছিয়ে বিরোধী দলগুলি| বেশিরভাগ দেওয়ালই শাসকদলের দখলে| তবে সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়| দলের কর্মীরা দেওয়ালে চুনকাম করে দিলেও শিল্পীর অভাবে নাম লেখার কাজ শেষ হয়নি অনেক জায়গায়| এই বিষয়ে বর্ষীয়ান শিল্পীদের মত, দেওয়াল লেখার কাজ আর কেউ তেমনভাবে শিখতে চাইছেন না| সবার নজর ফ্লেক্স ও ফেস্টুনের দিকে| তৱুও যেটুকু চাহিদা রয়েছে, নতুন প্রজন্ম আগ্রহী না হওয়ায় কাজ করার উপযুক্ত শিল্পীর সংখ্যা কমে যাচ্ছে|
এবার একটু অন্য রকমের রাজনৈতিক সৌজন্যতার ছবি দেখাই| রং-তুলির ক্যানভাসে তৃণমূল প্রার্থীদের নাম দেওয়ালে ফুটিয়ে তুলছেন বিজেপি প্রার্থী| নেশা রাজনীতি, পেশা দেওয়াল-লিখন| পেশার টানে শাসকদলের প্রার্থীদের হয়ে দেওয়াল লিখছেন বিজেপি প্রাথী| পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচার থেকে দেওয়াল লিখন, সবত্রই অভিনবত্ব এবং সৌজন্যের ছবি ধরা পড়ছে| বসিরহাট ১ নম্বর ব্লকের সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়়েতের ১৭ নং ৱুথের বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী| পেশায় শিল্পী হলেও এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে সংগ্রামপুর গ্রাম পঞ্চায়়েতে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি| অন্যদিকে ১৭ নং ৱুথের তৃণমূলের প্রার্থী সাধনা সরকার, তিনিও বাড়ি-বাড়ি গিয়ে প্রচার করছেন| তাঁর হয়ে দেওয়াল-লিখন করে দিচ্ছেন বিজেপির প্রার্থী নিলয় চক্রবর্তী| নিজের ছোট্ট ছেলে শুভকে সঙ্গে নিয়ে একদিকে তিনি যেমন নিজের দলের হয়ে প্রচার করছেন, পাশাপাশি বিরোধী দল অর্থাত্ তৃণমূল কংগ্রেসের হয়েও দেওয়াল লিখে দিচ্ছেন| পেশায় দেওয়াল-লিখন শিল্পী হওয়ায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের বরাত পেয়েছেন তিনি| সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে সেই রাজনৈতিক সৌজন্যতার ছবিই উঠে এল|

Scroll to Top