কনকনে না হলেও, শীতের ঠান্ডা শুরু হয়ে গিয়েছে মহানগরী কলকাতায়। নিম্নমুখী তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার একধাক্কায় ১৭ ডিগ্রির ঘরে পৌঁছল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিনই এই মরশুমের শীতলতম দিন কলকাতায়।
কলকাতায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে সাড়ে তিন ডিগ্রি কম। এর আগে বুধবারই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, শীতের আমেজ অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। উত্তরবঙ্গে এখন জমজমাট ঠান্ডা।









