২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

তবে কি সিবিআই? নাকি রবিবারের আগেই আরও গ্রেফতার?

High News Digital Desk:

কলকাতা : ‘রবিবার পর্যন্ত পুলিশ যদি ঘটনার কিনারা করতে না পারে, আমরা এই কেসটা আর আমাদের হাতে রাখব না, সিবিআইকে দিয়ে দেব|’ আরজি কর কাণ্ডে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান| তবে কলকাতা পুলিশের প্রশংসার পাশাপাশি সিবিআইয়ের করুণ সাফল্যের হারও মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়| মনে করিয়ে দিলেন তাপসী মালিককে ধর্ষণ করে খুন থেকে রিজওয়ানুর হত্যা, এমনকী নোবেল চুরির তদন্তেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যর্থতার কথা|

আরজি কর হাসপাতাল কাণ্ডে মৃত নির্যাতিতার বাড়িতে সোমবার পৌঁছে যান মুখ্যমন্ত্রী| সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল| মৃতার মা-বাবার সঙ্গে কথা বলেন তাঁরা| সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন| আরজি কর হাসপাতাল কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশকে মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা প্রসঙ্গে নগরপাল বিনীত গোয়েল বলেন, ঘটনায় আরও কেউ জড়িত থাকলে, আগামী ৪-৫ দিনের মধ্যে তাদের গ্রেফতার করতে পারবে পুলিশ| এদিন মুখ্যমন্ত্রী ফের স্পষ্টভাবে অপরাধীদের ফাঁসির দাবি তোলেন| দ্রুত যাতে তদন্ত ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়, সে ব্যাপারেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়|

সোমবারই আরজি কর মেডিক্যাল কলেজ থেকে ইস্তফা দিয়েছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ| তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে আন্দোলনকারীদের মধ্যে ছড়িয়েছিল তীব্র ক্ষোভ| ইস্তফা দেওয়ার পর, সন্দীপ ঘোষকে অন্যত্র সরানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী| তিনি আরও জানিয়েছেন, আরজি কর কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই প্রতিষ্ঠানের ও সংশ্লিষ্ট পুলিশ বিভাগের আধিকারিকদের সরানো হয়েছে|

আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনায় সোমবারও রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন মমতা| সন্দেহ প্রকাশ করে তিনি বলেছেন, ঘটনায় মেডিক্যাল কলেজের ভিতরেরই কারও হাত আছে| পুলিশকে তাঁর নির্দেশ, যদি কারও প্রতি সন্দেহ হয়, যারা ছিল বন্ধুবান্ধব তাদের সবাইকে ডেকে কথা বলবে| যিনি প্রথম ফোন করেছিলেন বাড়িতে, তাঁকেও ডেকে কথা বলার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Scroll to Top