২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে পথে নামলো কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া সহ শিক্ষকেরা

High News Digital Desk:

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে পথে নামলো কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া সহ শিক্ষকেরা :-

কলকাতা সহ কোচবিহার জেলাতেও ডেঙ্গুর প্রকোপ ক্রমশঃ বেড়ে চলেছে। পরিস্থিতি যাতে বৃহত্তর আকার ধারন না করে সেই উপলক্ষ্যে এলাকাবাসীকে সচেতন করতে পথে নামলো কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ পড়ুয়ারা। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি ডেঙ্গু সচেতনতা মূলক শোভাযাত্রা বের হয়ে বিদ্যালয়ের আশপাশের এলাকা পরিদর্শন করার পাশাপাশি বাড়ি বাড়ি পৌঁছে ডেঙ্গু সংক্রান্ত সচেতনতা মূলক বার্তা দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এছাড়াও তারা এলাকা ভিত্তিক একটি সার্ভে রিপোর্টও তৈরি করে বলে জানা যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন সাহা জানান যে কলকাতা সহ আমাদের জেলাতেও দিনে দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমত অবস্থায় যদি সাধারণ মানুষেরা সচেতন না হন তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে একটা সার্ভে করলাম ও সচেতন মূলক বার্তা দিলাম যা সরকারী নির্দেশিকাতে আমাদের জানানো হয়েছে। আমরা সার্ভে করে দেখলাম এলাকার মানুষ মশারি টাঙিয়ে ঘুমাচ্ছেন কিনা! বাড়ির চারপাশ পরিষ্কার রাখছে কিনা এবং কোথাও জল জমে আছে কিনা ইত্যাদি বিষয়গুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় । এরপর আমরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলি এলাকাবাসীর কাছে তুলে ধরি। যাতে কোনোভাবেই শহরে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে। এই সচেতনতা গড়ে তোলা সমাজে শুধু মাত্র প্রশাসনের দায়িত্ব নয় এ দায়িত্ত্ব সমাজের সকলের। আমরা প্রত্যেকে যদি সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে ডেঙ্গু কিংবা যে কোনো বিপদ থেকে আমরা সমাজকে রক্ষা করতে সক্ষম হবো।

Scroll to Top