নিজস্ব সংবাদদাতা : পর্দায় অভিনীত চরিত্রকে ঘিরে বারংবার অভিনেতাদের কটাক্ষের শিকার হতে হয়| ট্রোলিং তারকাদের নিত্য সঙ্গী| তবে এই ট্রোলিংকে এড়িয়ে না গিয়ে বরং ট্রোলিংকে সঙ্গে নিয়েই চলতে পছন্দ করেন অভিনেতা দেব|ট্রোলিং তাকে এগিয়ে যেতে সাহায্য করে| ব্যোমকেশ প্রসঙ্গে অকপট দেব| প্রথম শোনায় অনেকেই বিশ্বাস করতে পারেননি| অপর এক শ্রেণী আবার প্রথমেই রায় দিয়েছিলেন| দেবকে ব্যোমকেশ লুকে একে বারেই মানাবে না| এমন মন্তব্য অভিনতাদের ক্ষেত্রে নতুন নয়| তাঁদের পর্দায় অভিনীত চরিত্রকে ঘিরে বারবার কটাক্ষের শিকার হতে হয়| অভিনেতার কথায় ট্রোলিং না থাকলে নিজেকে তৈরি করার এই জেদ কখনই সাফ জানিয়ে দিলেন দেব| সমালোচনা তার পছন্দের| কোথাও গিয়ে যেন মনে হয়, এটা তাঁকে অনুপ্রেরণা যোগায় এবং রাতে ঘুমতে দেয় না| মনে হয় এখনও অনেকটা পরিশ্রম করা বাকি| ব্যোমকেশ যদি একটুও কারও ভাল লেগে থাকে তিনি সমস্ত কৃতজ্ঞতা স্বীকার করবেন যারা বলেছিল দেবকে ব্যোমকেশ মানাবে না তাঁদের দিতে চান সেই কৃতজ্ঞতা| তাঁরা অনুপ্রেরণা যুগিয়েছে| তখন মনে হয়েছে, জীবনে সব কিছু সহজ হলে, জীবনটা সহজ হয় না| তাই সমালোচনা ভালবাসেন তিনি| নিজেকে সঠিক করার চেষ্টা করেন| আসলেই তিনি খুব পরিশ্রমী মানুষ| তাই কোথাও গিয়ে মনে হয়েছে, তাঁরা যদি সমালোচনা না করত, যদি না বলত, দেবকে ব্যোমকেশ কোনও দিনও মানাবে না আজকে এই জায়গায় তিনি পৌঁছতে পারতেন না|
