জোর কদমে চলছে প্রধান -এর প্রস্তুতি :
প্রধান-এর প্রস্তুতিতে ব্যাস্ত অভিনেতা দেব| তৈরি হচ্ছেন পরবর্তী চমকের জন্য|চলছে জিম, কাপিং থেরাপি| চলতি বছরের ডিসেম্বরে রিলিজ করতে চলেছে প্রধান|দু-দশক ধরে অনুরাগীদের চমক দিতে টলিউড সুপারস্টার দেবের জুড়ি মেলা ভার| চিরাচরিত কমার্শিয়াল ঘরানা থেকে বেরিয়ে একেবারে অন্য লুকে ধরা দিচ্ছেন পাগলু সুপারস্টার দীপক অধিকারী তথা দেব| কখনও গোলোন্দাজ হয়ে, কখনও ব্যোমকেশ আবার কখনও বা বাঘাযতীন-এর লুকে হতবাক করে দিচ্ছেন ভক্তদের| এবার তাঁর আগামী সিনেমা প্রধান-এর জন্য কড়া প্রস্তুতিতে ব্যস্ত টলিউড সুপারস্টার|
পর পর দুটো ছবির কাজ শেষ করেছেন – ব্যোমকেশ ও দুর্গরহস্য, অন্যদিকে বাঘা যতীন| এবার প্রধান-ই যে তাঁর মূল লক্ষ্য তা তার সোশ্যাল মিডিয়ার পোস্টে ৱুঝিয়ে দিয়েছেন অভিনেতা| কখনও জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন তো কখনও বা এই চরিত্রের জন্য চিকিত্সকের কাছে ছুটছেন বিশেষ ট্রিটমেন্টের জন্য| সেই ছবি নেটপাড়ায় শেয়ারও করেছেন অভিনেতা| যেখানে দেখা যাচ্ছে, কাপিং থেরাপি করাচ্ছেন দেব| যা কিনা শরীরকে রিলাক্স করে, প্রদাহ কমায়, টক্সিন বের করে রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে সাহায্য করে| অভিনেতার এমন পোস্ট দেখে হতবাক অনুরাগীরা|
ক্যাপশনে লেখা- নো পেইন নো গেইন| দেবের কথায় তার পরবর্তী ছবির জন্য তৈরি হচ্ছেন তিনি|প্রধান-ই এখন প্রধান তার কাছে| প্রসঙ্গত, শোনা যাচ্ছে গ্রামবাংলার প্রেক্ষাপটে এক গল্পকে তুলে ধরা হবে এই ছবিতে| পরিচালক অভিজিত্ সেন|
দেব কর্মে বিশ্বাসী| গোলোন্দাজ ছবিতে অভিনয়ের আগেও তিনি খালি পায়ে ফুটবল খেলা প্র্যাকটিস করতেন| এরপর বাঘা যতীন-এর জন্যও তাঁকে বেশ শারীরিক কসরত করতে হয়েছে| এবার তাঁর মূল ফোকাস প্রধান| যে ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে মিঠাই ওরফে সৌমিতৃষা|