৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

জেল হেফাজত শেষে আদালতে শাহজাহান

High News Digital Desk:

১৪ দিন জেল হেফাজতে থাকার পর শুক্রবার সকালে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হল সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে| এছাড়াও এদিন আদালতে পেশ করা হয় আরও ৩ জনকে| অন্য অভিযুক্তরা হল – শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা ও মাহফুজ আল মোল্লা| এদিন শেখ শাহজাহানকে আলাদা গাড়িতে আনা হয় আদালতে| বাকি ৩ অভিযুক্তকে আনা হয় পুলিশ ভ্যানে| কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা, গ্রামবাসীদের থেকে জোর করে জমি ছিনিয়ে নেওয়া এবং গ্রামের মহিলাদের উপর নির‌্যাতনের অভিযোগে নাম জড়িয়েছে শাহজাহান সহ ৪ অভিযুক্তের| দীর্ঘদিন নিখোঁজ থাকার পর রাজ্য পুলিশের জালে ধরা পড়ে শেখ শাহজাহান| নজরবন্দি থাকে শাহাজাহানের পরিবারের সদস্যরাও| বলা চলে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে শাহাজাহান কাণ্ডে উত্তপ্ত হয়েছিল গোটা সন্দেশখালি – তোলপাড় হয়েছিল রাজ্য|

Scroll to Top