বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভার| বিয়ে করলেও তাঁর সংসারজীবন সুখের হয়নি| বিপাশাকে বিয়ের আগে দুটি সম্পর্ক ভেঙেছে করণের| শ্রদ্ধা নিগম এবং জেনিফার উইঙ্গেটের সঙ্গে কেন ডিভোর্স হয়েছিল করণের? কী কারণে বিচ্ছেদ? মুখ খুললেন অভিনেতা করণ সিং গ্রোভার|
২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করণ| ১০ মাসের মধ্যে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়| তারপরে জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি| কিন্তু সেই বিয়েও ২ বছরের মাথায় ভেঙে যায়| পরে অ্যালোন ছবিতে বিপাশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করণের| সেখানেই আলাপ| ২০১৬ সালে বিয়ে হয় করণ – বিপাশার|
কিভাবে সামলেছেন ২টি বিচ্ছেদ? করণ জানান, ব্রেকআপ হোক অথবা বিবাহবিচ্ছেদ – এগুলোর মধ্যে ভালো কিছু নেই| তবে সময় পেরোলে বোঝা যায়, যা হয় তা ২ জনের ভালোর জন্যই| এটাও আমার জীবনে একটা ভালো বিষয়| আমার জীবনে যা অঘটন ঘটেছে, সেগুলি নিয়ে কেউ এসে জ্ঞান দিক আমি সেটা চাই না| সব সময় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি| আমি আমার মতো করে সময়টা পার করেছি|
করণের জীবনে বিপাশা আসার পর তাঁর জীবন যে অনেক বদলে গিয়েছে, সেকথাও স্বীকার করেছেন করণ|
এখন বিপাশার সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন করণ| তাঁদের একটি মেয়েও রয়েছে| জীবন পরিবর্তনের পুরো ক্রেডিট বিপাশাকে দিয়েছেন অভিনেতা| তিনি বলেন, আমি আজ বিপাশার জন্যই নিজেকে এতটা জেনেছি| এখন একজন মধ্যরাতে ঘুমোতে যাওয়া মানুষের দিন শুরু হয় ভোর ৫টায়| সূর্যোদয় থেকে সূর্যাস্ত দেখার অভ্যাস করিয়েছে বিপাশা|
