জল্পনায় জল ঢাললেন শেহওয়াগ :
জাতীয় দলের নির্বাচক পদের জন্য তাঁর নাম ভেসেছিল, সেই জল্পনায় জল ঢাললেন শেহওয়াগ । তাঁর সাফ কথা, মুখ্য নির্বাচক হওয়ার জন্য তাঁর কাছে কোনও রকম বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব আসেনি।
এটাও শোনা যায় নির্বাচক প্রধানকে বেতন দেয় বিসিসিআই, তা শেহওয়াগের পছন্দ নাও হতে পারে।সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান বিসিসিআই-এর থেকে বার্ষিক এক কোটি টাকা পেয়ে থাকেন। বাকি চার সদস্য পান ৯০ লক্ষ টাকা করে।
প্রার্থীদের জন্য শর্তও দেওয়া হয়েছে বিজ্ঞাপনে। প্রথমত, প্রার্থীকে সাতটা টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ১০টি ওয়ানডে এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবসর প্রাপ্ত হতে হবে। কমপক্ষে পাঁচ বছর ক্রিকেট ছেড়েছেন এমন হতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। ৩০ জুনের মধ্যে আবেদন করার শেষ দিন।
জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট ম্যাচ বা দশটি ওয়ান ডে বা অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার, যারা অন্তত পাঁচ বছর আগে অবসর ঘোষণা করেছেন, একমাত্র তাঁরাই এই পদে আবেদন করতে পারবেন। ভারতের উত্তরাঞ্চল থেকে বহু নামি তারকারা উঠে এসেছেন। যুবরাজ সিংহ, হরভজন সিংহ, গৌতম গম্ভীররা তাঁদের মধ্যে অন্যতম। তবে এই ত্রয়ীর কেউই পাঁচ বছর আগে অবসর নেননি। তাই নিয়ম অনুযায়ী কেউই ভারতের নির্বাচক পদে আবেদনপত্র জমা দিতে পারবেন না।









