৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

জয়েন্ট এন্ট্রান্স ছাত্রছাত্রীরা একটা মক-অ্যালটমেন্ট দেখতে পারবেন

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  শুক্রবার ‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস’-এর  তরফে আয়োজিত তিনদিনব্যাপী ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মঞ্চ থেকে জানান রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি বলেন, “এবার চয়েস ফিলিং এবং চয়েস লকিং-এর মাঝে একটা সময় দেব। এই সময়ে ছাত্রছাত্রীরা একটা ‘মক-অ্যালটমেন্ট’ দেখতে পারবেন। তাঁদের পছন্দ, আসন সংখ্যার ভিত্তিতে তাঁদের আসন কোথায় বরাদ্দ হচ্ছে, তার একটা মহড়া আমরা দেখাতে পারব। যদি দেখা যায়, পড়ুয়া নিজের পছন্দসই প্রতিষ্ঠান বা বিষয় পাচ্ছেন না, তাহলে প্রথম দফার আসন বরাদ্দের আগেই তাঁরা নিজেদের পছন্দে রদবদল করতে পারবেন। তারপরই চয়েস লক করবেন। এবছরই প্রথমবার মপ-আপ তথা কাউন্সেলিং-এর শেষ দফার আগে নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। জেইই অ্যাডভান্স-এর দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ হবে ১১ জুলাই। তার পর যে কোনও সময়ে কাউন্সেলিং শুরু করে দেব।

Scroll to Top