সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেনটাইন্স ডে| পুজোর পাশাপাশি সেদিন যদি হয় বিবাহ বার্ষিকী তাহলে তো কথাই নেই| সরস্বতী বন্দনার সঙ্গেই বিবাহবার্ষিকীর সমাপতন| সকাল থেকেই গায়িকা ইমন চক্রবর্তীর বাড়িতে তোড়জোড়| প্রতি বারের মতো এই বারও ঘটা করেই হল সরস্বতী পুজো| আর গায়িকার বাড়িতে দেবীবন্দনার সঙ্গে যে গানবাজনার আয়োজনও থাকবে, তা বলার অপেক্ষা রাখে না| আর এই সবের মধ্যেই স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহবার্ষিকীও পালন করলেন গায়িকা| সরস্বতী পুজোর নানা মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরেন ইমন| শনিবার রাত থেকে শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি| পুজোর ঘর নিজে হাতেই সাজিয়েছেন ইমন ও নীলাঞ্জন| সঙ্গে ছিলেন তাঁদের বন্বুবান্ধব| সেই বন্বুরাই সময় মতো দম্পতিকে মনে করিয়ে দিয়েছেন বিবাহবার্ষিকীর কথা| রাত বারোটার সময়ে কেক নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা| একসঙ্গে কেক কাটেন ইমন ও নীলাঞ্জন| সকাল হতেই পুজোয় বসেন গায়িকা| উপস্থিত ছিলেন ইমনের গানের স্কুলের ছাত্রছাত্রীরাও| পুজোর পরে বসে গানবাজনার আসর| ছাত্রছাত্রীরা সকলেই পরে এসেছিলেন হলুদ পোশাক| ইমন নিজেও পরেছিলেন হলুদ শাড়ি ও লাল ব্লাউজ| তার সঙ্গে পরিপাটি করে বাঁধা চুল ও কপালে লাল টিপ| এই বেশেই হারমোনিয়াম নিয়ে বসেন গায়িকা| কখনও তাঁর কণ্ঠে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান মধুর ধ্বনি বাজে| কখনও আবার, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না|
সব মিটলে নীলাঞ্জনের সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি ভাগ করে নেন ইমন| নীলাঞ্জনের পরনেও হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা| ছবির সঙ্গে ইমন লেখেন, সরস্বতী পুজো আর বিবাহবার্ষিকী এক দিনে পড়লে যা হয় আর কি! ২০২১ সালের ২ ফেব্রুয়ারি হইহই করে সামাজিক বিয়ে সেরেছিলেন ইমন ও নীলাঞ্জন| তবে সইসাৱুদ করে আইনি বিয়ে যদিও আগেই সারেন তাঁরা|\
