২২ অগ্রহায়ণ ১৪৩২ মঙ্গলবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ মঙ্গলবার ০৮ ডিসেম্বর ২০২৫

চ্যাম্পিয়নস লিগ : রিয়াল মাদ্রিদের স্বপ্নভঙ্গ করে সেমি-ফাইনালে আর্সেনাল

High News Digital Desk:

দুর্দান্ত পারফরম্যানস দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে পৌঁছে গেল আর্সেনাল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আর্সেনাল জয় পেল ২-১ গোলে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে ২০০৯ সালের পর প্রথমবার ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ চারে পা রাখল তারা। প্রথম লেগে তারা জয় পেয়েছিল ৩-০ গোলে।

ম্যাচের ৩টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে বুকায়ো সাকার গোলে আর্সেনাল এগিয়ে যায়। কিন্তু কিছু সময় বাদেই ১-১ করেন ভিনিসিউস জুনিয়র। আর ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আর্সেনালকে জয়সূচক গোল এনে দিয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে দেয়। ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল।

Scroll to Top