এবারের নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। দুই লেগের প্রথম লেগে মঙ্গলবার নগরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে শুরু হবে। আর মঙ্গলবার মাঠে নামলেই ইতিহাসের প্রথম দল হিসেবে অসাধারণ মাইলফলক ছুঁয়ে ফেলবে রিয়াল মাদ্রিদ।
১৯৫৫ সালে ইউরোপিয়ান কাপ নামে প্রতিযোগিতাটির যাত্রা শুরু। সেই থেকে রিয়াল মাদ্রিদের ধারেকাছে নেই কোনও দল। এখন পর্যন্ত ৪৯৯ ম্যাচ খেলেছে তারা। আর মঙ্গলবারের ম্যাচটি খেললেই ৫০০টি ম্যাচ খেলা হয়ে যাবে তাদের।
দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিখ, ৪০৪টি। আর ৩৫৭ ম্যাচ খেলে তৃতীয় স্থানে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ এখনও পর্যন্ত ৪৯৯ ম্যাচ খেলে ৩০১টিতে জিতেছে, ৮৫টি ড্র করেছে এবং ১১৩টিতে হেরেছে। সর্বোচ্চ গোলও করেছে রিয়াল মাদ্রিদ, এক হাজার ১০১টি। আর প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশিবার ফাইনালও খেলেছে রিয়াল মাদ্রিদ, ১৮ বার। জিতেছেও সবচেয়ে বেশি, ১৫ বার।









