৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

চাঁদের মাটিতে মিরাক্কল! চাঁদে চোখ মেললে কী করবে চন্দ্রযান ৩

High News Digital Desk:

চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের জন্য পা রেখে গোটা বিশ্বের মহাকাশ গবেষণায় নতন রেকর্ড গড়েছে ভারত| শুক্রবার সকাল থেকেই মরিয়া ইসরো| যে কোনোও সময় বিক্রম ল্যান্ডার এবং রোভার ঘুম ভাঙতে পারে| এবার অপেক্ষা অ্যালার্মের শব্দ শুনে চন্দ্রযান-৩ চোখ মেলে তাকানোর| শুক্রবার দিনভর আরোও একাধিক পদ্ধতিতে কার‌্যকরী হবে| স্লিপ মোড থেকে কখন অ্যাক্টিভ মোডে আসনবে তা নিয়ে চলছে নানা কাটাছেড়া| ইসরে সূত্রে খবর, ল্যান্ডার বিক্রমের গায়ে সোলার প্যানেল এমনভাবেই ফিট করা হয়েছে যা সূর‌্যালোকে পড়লেই তার ব্যাটারিগুলি চার্জ হওয়া সম্ভব| সূর‌্যের আলো পড়লে ল্যান্ডার এবং রোভারের সমস্ত কিছ অ্যাক্টিভ হতে পারে| ফের তবে ইসরোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে| এই মীরাকলের আশাতেই অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৪০ কোটি ভারতবাসী| উল্লেখ্য, গত ২৩ শে আগস্ট চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম যখন চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে তখন সন্ধ্যা ৬ টা| তাঁর বহু আগে থেকেই কোটি কোটি ভারতবাসীর চোখ ছিলো টিভি বা মোবাইলের স্ক্রিনে| সেই সময ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন দক্ষিণ আফ্রিকায়| সেখান থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছিলেন| আর সে ঐতিহাসিক মূহূর্তেই নয়া রেকর্ড গড়েছে ইসরো|

 

Scroll to Top