১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

ঘোষণা মতো জরুরি বিভাগে কাজ শুরু জুনিয়র চিকিৎসকদের, প্লাবন-বিপর্যস্ত অঞ্চলে ‘অভয়া ক্লিনিক’ ও ত্রাণ শিবির

High News Digital Desk:

 কলকাতা : ঘোষণা মতো শনিবার জরুরি বিভাগে কাজ শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা| ১১ দিনের অবরোধ-অবস্থান কর্মসূচিতে সমাপ্তি টেনে শুক্রবার সিবিআইয়ের সল্টলেক কার্যালয় সিজিও কমপ্লেক্সে অভিযান করেন আন্দোলনকারীরা| সেখান থেকে আরজি কর হাসপাতালে পৌঁছে রাতেই সাংবাদিক বৈঠক করেন তাঁরা| সেখানে বৃহস্পতিবারের মতোই জানানো হয়, স্বাস্থ্য ভবনের অদূরে এতদিন ধরে চলা অবস্থান কর্মসূচি শেষ হলেও সকল দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন চলবে| জানানো হয়, শনিবার থেকে জরুরি বিভাগে কাজ শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা|
যে হাসপাতালে চিকিৎসক-তরুণীর নারকীয় হত্যালীলা থেকে আন্দোলনের সূত্রপাত, সেই আরজি করে শনিবার দেখা গেল জুনিয়র চিকিৎসকদের কাজে যোগদানের ছবি| তবে ঘোষণা মোতাবেক জরুরি বিভাগেই মিলল সেই দৃশ্য| অর্থাৎ, কিছটা হলেও চেনা ছবি আরজি কর হাসপাতালে| জরুরি বিভাগে রোগী দেখতে শুরু করলেন জুনিয়র ডাক্তাররা|
কাজে যোগদানের পর জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ‘সাধারণ রাজ্যবাসী প্রতিবাদকে সমর্থন করেছেন| রাজ্যের সেই সাধারণ মানুষই আজ বন্যায় ক্ষতিগ্রস্ত| প্লাবন-বিধ্বস্ত অঞ্চলে ‘অভয়া ক্লিনিক’ ও ত্রাণ শিবিরের উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট|’

Scroll to Top