৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার ভক্ত বংশী ঝা

High News Digital Desk:

গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার ভক্ত বংশী ঝা:

পাক গুপ্তচরকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে  এক ব্যক্তির গ্রেফতারির ঘটনায় ফের একবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে।  ২৫ অগাস্ট শুক্রবার ভক্ত বংশী ঝা নামে বছর ছত্রিশের ওই যুবকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF। ধৃতের নাম ভক্ত বংশী ঝা। গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। দেশবিরোধী কার্যকলাপে সরাসরি যুক্ত থাকার জন্য ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এসটিএফের দাবি, ভক্ত বংশী ঝায়ের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির সরাসরি যোগাযোগ রয়েছে। ধৃত দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। এসটিএফ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও অনেক তথ্য পাওয়া যাবে। ভি সলোমন নেশাকুমার আরও বলেছেন, যে ধৃত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে দেশের নিরাপত্তা সম্পর্কিত অনেক তথ্য ছবি, ভিডিয়ো, অনলাইন চ্যাটের মাধ্যমে পাঠিয়েছে। সেনা বাহিনীর ইন্টেলিজ্যান্স দফতরের তরফ থেকে কলকাতা এসটিএফকে খবর দেওয়া হয়। ভক্তের ব্যাপারে সমস্ত তথ্য় দেওয়া হয়। কলকাতা পুলিশের এসটিএফ বিভিন্ন জায়গায় গত কয়েক মাস ধরে খোঁজ চালাচ্ছিল। অবশেষে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। , সম্প্রতি কলকাতায় মার্কিন দূতাবাসের সামনে থেকে এক পাকিস্তানি মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে আটক করা হয়। চলতি মাসের শুরুতেই ওই মহিলাকে কলকাতার মার্কিন দূতাবাসের সঙ্গে উদ্দেশ্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তারপরই তাঁকে আটক করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হানি ট্র্যাপের মাধ্যমে দেশের উচ্চ পদস্থ কর্তা কিংবা সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসানো হত। সেখান থেকেই তথ্য হাতিয়ে পাক গুপ্তচরকে পাঠানো হত। ভক্ত সেই কাজেই যুক্ত ছিল।

Scroll to Top