১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

খারাপ আবহাওয়া, সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে অনিশ্চয়তা, টসে জিতে ফিল্ডিং ভারতের, ব্যাটিংয়ে রক্ষণাত্মক বাংলাদেশ, বাদ সাধল বৃষ্টি

High News Digital Desk:

কানপুর : মধ্যাহ্নভোজের আগেই পিচ সহ মাঠ ঢাকা পড়ল গ্রিন পার্ক স্টেডিয়ামে। আবহাওয়ার ভ্রূকুটিতে আপাতত অনিশ্চিত ভারত-বাংলাদেশ চলতি টেস্ট ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দিনেই মিলল সংকেত।

খারাপ আবহাওয়ার জেরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুতেই হোঁচট খেতে হয় ক্রিকেটপ্রেমীদের। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের উপর মেঘাচ্ছন্ন আকাশ। নির্ধারিত সময়ের আধঘণ্টা পেরিয়ে হয় টস। ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। স্যাঁতস্যাঁতে মাঠ ব্যাটিংয়ের পক্ষে যথেষ্ট প্রতিকূল বিবেচনা করেন রোহিত।

বাংলাদেশ ক্রিকেট টিম বেশ মানসিক চাপেই রয়েছে এখন। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২৮০ রানে পরাজয়ের গ্লানি তো আছেই। তার উপর চেন্নাইয়ের সেই হতাশার সঙ্গে জুড়েছে বিমুখ আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা। সিরিজে সমতা ফেরানোর জন্য কানপুরে কোনও সুযোগ তাদের সামনে থাকছে কিনা, সেটা ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রথম দিন যেটুকু খেলা গড়িয়েছে, তাতে বাংলাদেশের ব্যাটিং মাত্রাতিরিক্ত রক্ষণাত্মক বলে মনে হয়েছে বিশেষজ্ঞদের।

কিন্তু মধ্যাহ্নভোজের আগেই হাল্কা বৃষ্টির জেরে স্থগিত রাখতে হয় খেলা। পিচ ও আশপাশের এলাকা ঢেকে দিতে হয় অবিলম্বে। আগামী ২ দিনও আবহাওয়া উন্নতির পূর্বাভাস নেই। ফলে বারবার থামানো হতে পারে ম্যাচ। এই পরিস্থিতিতে প্রথমে ব্যাট করা নিঃসন্দেহে কঠিন হয়ে উঠবে বাংলাদেশের কাছে। ৩ দিনের মধ্যেই সিরিজে সমতা ফেরানোর লক্ষাও নাগালের বাইরে চলে যেতে পারে। সেই দিক থেকে ভারত অনেকখানি নিশ্চিন্ত। আত্মবিশ্বাসীও।

Scroll to Top