২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

কোচবিহার পৌরসভার রাস্তা ও নিকাশী নালা নির্মানের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

High News Digital Desk:

উন্নয়নের কাজে কোনো রং দেখা হবে না – উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে ও তত্ত্বাবধানে কোচবিহার শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তা এবং নিকাশি নালার কাজের শিলান্যাস করতে গিয়ে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তর উত্তরার সামনে আমতলা মোড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের উদ্বোধন করা হয়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বদলি হয়ে চলে যাচ্ছেন রাজ্যের অর্থ দপ্তরের স্পেশাল সেক্রেটারি হয়ে। এদিন তাঁর কোচবিহারের জেলাশাসক হিসেবে শেষ দিন। এই চার বছর কোচবিহারের জন্য প্রচুর কাজ তিনি করেছেন। আর তাই তাকে সম্মান জানাতেই এদিন তাড়াতাড়ি করে শিলান্যাসের আয়োজন করা হয়।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য্য বলেন, ২ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যায়ে পেভার্স ব্লক দিয়ে রাস্তাগুলি তৈরি করা হবে। যাতে ১০-১২ বছর এই রাস্তায় আর কোন কাজ করতে না হয়। একেবারে মেনটেনেন্স ফ্রী রাস্তা তৈরি করার কথা চিন্তা করা হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে শহর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে তিন হাজার পাঁচশো পঁচাত্তর মিটার দীর্ঘ রাস্তা তৈরি হবে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ৬৬২ মিটার নিকাশি নালার কাজও করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলাশাসক পবন কাদিয়ান, পরেশ অধিকারী পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ, অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য অতিথিরা।

রাস্তার কাজ ছাড়াও এই দপ্তরের মাধ্যমে সুইমিং পুলের ভিতরে রাস্তা, গাড়ির জন্য পার্কিং লটও করা হবে। কোচবিহার শহরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় তিন কোটি টাকার মত খরচ করতে পারবো বলে জানান মন্ত্রী উদয়ন গুহ। তিনি আরও বলেন, বহুদিন তোর্ষা ব্রীজের উপর পথবাতি নষ্ট হয়ে আছে। জেলাশাসকের অনুরোধে হরিণ চওড়া থেকে তোরসা ব্রীজের উপর ১৯৫ টা সৌর পথবাতি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। পুজোর আগেই সেই কাজ শেষ হয়ে যাবে। এতে খরচ হবে প্রায় ২ কোটি টাকা। উদয়ন গুহ জানান, প্রয়োজন ও চাহিদা অনুযায়ী গোটা উত্তর বঙ্গ জুড়ে ৫০০ কোটি টাকার মত কাজ হবে। কোচবিহারে ৫৬ টির মত প্রোজেক্ট হবে বলে জানান তিনি।

Scroll to Top