২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫

কোচবিহারে শিশু সুরক্ষায় তৈরী হল প্রজেক্ট প্রেরণা

High News Digital Desk:

কোচবিহারে শিশু সুরক্ষায় তৈরী হল প্রজেক্ট প্রেরণা :-

১৮ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আরও ভালোভাবে সুরক্ষা প্রদানের জন্য উদ্যোগী হয়েছে কোচবিহার জেলা প্রশাসন। প্রজেক্ট প্রেরণা নামে একে তুলে ধরতে চাইছেন তারা। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে এই ব্যাপারটিকে দেখা হচ্ছে। যদি সফল হয় তাহলে কোচবিহার অন্যসব জেলাকে পথ দেখাবে। বৃহস্পতিবার ল্যান্স ডাউন হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করেন জেলা শাসক পবন কাদিয়ান।

প্রতিটি গ্রামে ব্লক লেভেল থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, টিচার, পুলিশ এদের সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কোনরকম খবর পেলে সেই তথ্য জানিয়ে দেওয়া হবে কমিটি লেভেলের গ্রুপে। থাকবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ২০০০, এই আইনে বলা হয়েছে প্রত্যেকটি জেলায় একটি করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি থাকা বাধ্যতামূলক। তারা প্রতিটি ক্ষেত্রে বাচ্চাদের সুরক্ষা, তাদের যত্ন, স্বাস্থ্য, উন্নতি এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে কেউ অনাথ, অপুষ্টি বা রক্তাল্পতায় ভুগছে, সেরকম ছাত্র ছাত্রী নজরে এলে অনলাইনে জানিয়ে দিতে পারে। এখানে বাচ্চাদের শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হবে। লক্ষ্য রাখা হবে বাল্য বিবাহ রোধেও। বর্তমানে সব কিছু অফ লাইনে হয়। ফলে নজরদারি ঠিকমত হয় না। আর কোনো কিছুর ব্যবস্থা নিতেও দেরী হয়ে যায়। তাই আর কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, তাই গোটা বিষয়কে এক ছাতার তলায় আনার উদ্যোগ নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন, তৈরী হয়েছে এই পোর্টাল। এমনটাই জানালেন জেলা শাসক পবন কাদিয়ান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, অতিরিক্ত জেলা শাসক রবিরঞ্জন, পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস প্রমুখ।

Scroll to Top