২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

কোচবিহারে পাটের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে JCI দপ্তর অভিযান অল ইন্ডিয়া কৃষক সভার

High News Digital Desk:

কোচবিহারে পাটের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে JCI দপ্তর অভিযান অল ইন্ডিয়া কৃষক সভার

১০ই আগস্ট , কোচবিহার : পাটের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে JCI দপ্তর ঘেরাও অভিযানে চালালো অল ইন্ডিয়া কৃষক সভা (AIKS)। বৃহস্পতিবার সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল বের করে কোচবিহারের রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করে JCI দপ্তরে পৌঁছে তারা বিক্ষোভ আন্দোলন করেন। সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জানানো হয় কোচবিহার জেলার পাট চাষীরা পাট নিয়ে হাটে যাচ্ছে, কিন্তু পাটের দাম এখন ক্রমশঃ নিম্নদিকে। ১৪০০ থেকে ১৫০০ টাকা মণ অর্থাৎ ৩১০০ থেকে ৩৭০০ টাকা প্রতি কুইন্টাল পিছু দাম বর্তমানে। সাত হাজার থেকে আট হাজার টাকা সাপোর্ট থাকা সত্ত্বেও JCI এর কোনো এজেন্সি পাট কিনতে হাটে আসছে না। আমাদের দাবি JCI কে হাটে গিয়ে সাপোর্ট প্রাইজে পাট কিনতে হবে সাথে পাটের ১৬টি যে সেন্টার রয়েছে তার সবকটি সেন্টারে তাদের যেতে হবে এবং পাট ভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। যদি সেটা না করা হয় এই আন্দোলন কোচবিহার থেকে গোটা রাজ্যব্যাপী গড়ে তোলা হবে। পাটের সহায়ক মূল্য নূন্যতম দশ হাজার টাকা কিনতে হবে। দিনে দিনে ক্রমশঃ পাট চাষ কোচবিহার জেলায় কমে আসছে। পাট কোচবিহার জেলার অর্থকারী ফসল। বিপাকে রয়েছে কোচবিহারের পাট চাষীরা। এমতা অবস্থায় যদি কেন্দ্রীয় সরকার পাটের ন্যূনতম সহায়ক মূল্য দশ হাজার টাকা না ধার্য করে তাহলে আলু চাষীদের মত পাট চাষীরাও আত্মহত্যা করতে বাধ্য হবে।

Scroll to Top