কলকাতা : আরজি কর হাসপাতাল কাণ্ডের মামলায় বৃহস্পতিবার শুনানি সুপ্রিম কোর্টে। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমে সন্দীপ ঘোষ সহ ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। যদিও সেই গ্রেফতারি আর্থিক বেনিয়মের সঙ্গে জড়িত, চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত নয়। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতে শুনানির আগের দিন, বুধবার, সিবিআইয়ের উদ্দেশে ভিডিও বার্তা প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
ভিডিও বার্তায় কুণালের আবেদন, ‘সিবিআই আগামিকাল, অর্থাৎ ৫ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক – কলকাতা পুলিশ যাকে ধরেছিল, ধর্ষণ এবং খুনে সে একাই ছিল, নাকি একাধিক ব্যক্তি ছিল?’
‘ধর্ষণ এবং খুন, এটা একটা বিচ্ছিন্ন, পৈশাচিক, নারকীয়, কুৎসিত ঘটনা? নাকি কোনও চক্র অন্য কোনও কারণে এই ঘটনা ঘটিয়েছে?’ এই প্রশ্নের উত্তরও আদালতে সিবিআইয়ের দেওয়া উচিত বলে মনে করছে কুণাল ঘোষ।
কুণালের দাবি, ‘যদি সিবিআই সুপ্রিম কোর্টে বলে যে, প্রথমে তথ্যপ্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে, তাই তারা তদন্তে এগোতে পারছে না, সে’ক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে, কেন তারা এই কথা বলছে।’
‘যদি সিবিআই জাস্টিফাই করতে পারে যে, প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নেয়নি কেন এবং কী ব্যবস্থা নিতে চলেছে, তা খুব স্পষ্টভাবে জানাতে হবে,’ ভিডিও বার্তায় সিবিআইকে কার্যত চ্যালেঞ্জ তৃণমূল নেতা কুণাল ঘোষের।