২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

কাতার বিশ্বকাপে খেলা জেসন কামিংস সবুজ-মেরুন জার্সি পরছেন

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : জেসন কামিংস কাতার বিশ্বকাপে খেলা স্ট্রাইকার এবার সবুজ-মেরুন জার্সি পরছেন। মোহনবাগান সমর্থকরা উচ্ছ্বসিত বিশ্বকাপ খেলা স্ট্রাইকার দলে যোগ দেওয়ায়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস নজির গড়লেন এর আগে কোনওদিন বিশ্বকাপ খেলার পরের মরসুমেই সরাসরি  যোগ দেননি কোনও ফুটবলার। বুধবার মোহনবাগান সুপার জায়ান্ট জেসন কামিংসের সঙ্গে ৩ বছরের চুক্তির কথা ঘোষণা করেছে।অস্ট্রেলিয়ার হয়ে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন এবার ভারতীয় ফুটবলের হয়ে সেরকমই খেলবেন বলে আশায় সবুজ-মেরুন সমর্থকরা।

 

Scroll to Top