২ শ্রাবণ ১৪৩২ শনিবার ১৯ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২ শনিবার ১৯ জুলাই ২০২৫

কলতান দাশগুপ্তের জামিন ঘিরে উচ্ছ্বসিত বাম শিবির, মালায় আবিরে বরণ যুবনেতাকে

High News Digital Desk:

কলকাতা : আদালতের নির্দেশে জামিনে কারামুক্ত হলেন কলতান দাশগুপ্ত| স্বভাবতই উচ্ছ্বসিত বাম ছাত্রযুবরা| তাঁরা এই উপলক্ষে একটি মিছিলও করলেন এদিন| তাঁদের প্রধান দাবি, শুধু কলতান নন, বিরোধিতা করলেই সরকার যে ফন্দি আঁটছে, তা ধরে ফেলেছেন রাজ্যবাসী| এভাবে কণ্ঠরোধ করা যাবে না|

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের জামিনের আবেদন অনুমোদন করেন| ওই দিনই আদালতের নির্দেশকে স্বাগত জানায় বামেরা| ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মখোপাধ্যায় মন্তব্য করেন, ‘আন্দোলনকারীদের দমাতে সরকার ষড়যন্ত্র করছে| আন্দোলনকারীদের নানা ভাবে আক্রমণ ও হেনস্তা করা হচ্ছে| তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে| বেছে বেছে আন্দোলনকারীদের গ্রেফতারও করা হচ্ছে| কলতানের জামিন প্রমাণ করল, এভাবে কাউকে আটকে রাখা যাবে না’| মীনাক্ষীর হুঙ্কার, ‘এ লড়াই মানুষের, এ লড়াই রাস্তার| এ লড়াইয়ের শেষ রাস্তাতেই দেখে ছাড়ব’| পাশাপাশি তাঁর কটাক্ষ, ‘পশ্চিমবঙ্গে বিজেপির টিউশন কাজ করবে না’|
জামিনে কারামুক্ত হয়ে শুক্রবার কলতান জানিয়েছেন, ‘ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ| আরজি কর হাসপাতালের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত হাল ছাড়ব না’|

 

Scroll to Top