৮ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২৫

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

High News Digital Desk:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ঊর্ধ্বমুখীই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১.৯ ডিগ্রি বেশি। মহানগরী কলকাতায় ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। তবে, গ্রামাঞ্চলে এখনও রাতে ও সকালের দিকে মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে শনিবারও। এ ছাড়াও উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

Scroll to Top