৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

কলকাতা লিগে কালীঘাট এম এসের কাছে ধাক্কা খেল মোহনবাগান ম্যাচ শেষ হল ১-১ গোলে

High News Digital Desk:
  • কলকাতা লিগে কালীঘাট এম এসের কাছে ধাক্কা খেল মোহনবাগান ম্যাচ শেষ হল ১-১ গোলে

চলতি কলকাতা লিগে এই প্রথমবার এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান। টানা তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক। কিন্তু কালীঘাট এম এসের কাছে ধাক্কা খেল মোহনবাগান। কালীঘাট এমএসের বিরুদ্ধে নামার আগে সতর্ক ছিলেন সবুজ-মেরুন কোচ। কারণ, গোল হজমের বদভ্যাস রপ্ত করেছে তাঁর দল। গ্রুপে গোলপার্থক্য অবশ্যই ফ্যাক্টর হতে পারে। কালীঘাট এমএসের বিরুদ্ধে তাই ক্লিনশিট বজায় রেখে পুরো পয়েন্ট তুলতে মরিয়া ছিল মোহনবাগান কোচ।  ২৯ মিনিটে হাতে বল লাগায় পেনাল্টি। সেখান থেকে গোল করে কালীঘাটকে এগিয়ে দিলেন করণ। ৪৩ মিনিটে পেনাল্টি পেল মোহনবাগান। গোল শোধ করেন মোহনবাগানের সুহেল ভাট। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ হলেও গোল করতে পারেনি দুই দল। অতিরিক্ত সময়ে এসে মোহনবাগান একটি গোল করে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ফলে জয় হাতছাড়া হয়ে যায় সবুজ মেরুনের।  ১-১ ফলে ম্যাচ শেষ হয়।। ফলে জয় হাতছাড়া হয়ে যায় সবুজ মেরুনের।

Scroll to Top