- কলকাতা লিগে এগিয়ে থেকেও ড্র করল ইস্টবেঙ্গল ম্যাচ শেষ হল ১-১ গোলে
বিএসএসকে হারিয়ে তৃতীয় জয়টি তুলে নিতে চেয়েছিল বিনো জর্জের ছেলেরা। নৈহাটি স্টেডিয়ামে সপ্তাহের প্রথম দিনে সমর্থকরা হাজির ছিলেন প্রিয় দলের খেলা দেখার জন্য। এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারল না ইস্টবেঙ্গল। লাল-হলুদ ও বিএসএস-এর ম্যাচ শেষ হল ১-১ গোলে। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের এটা দ্বিতীয় ড্র। স্প্যানিশ কোচ এবং তাঁর সহকারীরা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। তাঁর সামনেই ম্যাচ ড্র করল লাল-হলুদ। খেলার ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় তুহিন দাসকে। দশ জনে নেমে যায় ইস্টবেঙ্গল। ৮৮ মিনিটে বিএসএস-এর লেফট ব্যাক নব কুমার দাসও লাল কার্ড দেখে বেরিয়ে যান। খেলার শেষ লগ্নে লুকিয়ে ছিল যত চমক। ৯০ মিনিটে ফ্রি কিক থেকে দেখার মত গোল করলেন দীপ সাহা। কিন্তু দু মিনিটের মধ্যে গোল শোধ করে দিল বিএসএস। এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। সমর্থকরা ধরেই নিয়েছিলেন দীপ সাহার গোলেই জিতবে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু অতিরিক্ত সময়ে বিএসএস-এর সৌরভ সেন সমতা ফেরান ম্যাচে। এবার এগিয়ে থেকেও ড্র করল ইস্টবেঙ্গল।