বইপ্রেমীদের জন্য সুখবর| শহরে শুরু হয়েছে বইয়ের উত্সব| ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে| ২৮ জানুয়ারি অর্থাত্ মঙ্গলবার থেকে মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত| আর বইমেলায় যাতায়াতের সুবিধার্থে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ বাস চালাবে পরিবহণ দপ্তর| বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস, যার গন্তব্য করুণাময়ী অর্থা বইমেলা প্রাঙ্গণ| দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বাস| যতদিন বইমেলা চলবে, ততদিন অর্থাত্ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বাস পাবেন বইমেলায় যাতায়াতকারীরা| তবে ছুটির দিন ব্যতিক্রম| ওই দিনগুলিতে বাড়তি পরিষেবা মিলবে না| সেন্ট্রাল পার্কের পাশেই করুণাময়ী বাস টার্মিনাস| বিভিন্ন জায়গা থেকে সেখানেই বইমেলাগামী বাসগুলি থামবে| আবার করুণাময়ী থেকে শহরের বিভিন্ন রুটে পৌঁছে যাবে বিশেষ বাস| পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী, অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে| নামানো হচ্ছে বাড়তি তিনটি এসি বাসও| এছাড়া সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে| পরিবহণ দপ্তর জানিয়েছে, করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে, বাসগুলির সামনে কাচের জানলায় তা লেখা থাকবে| তা দেখে যাত্রীরা নিজেদের গন্তব্য অনুযায়ী বাসে উঠতে পারবেন| সবমিলিয়ে, শুধু অতিরিক্ত বাস চালানোই নয়, সুষ্ঠুভাবে বইমেলার ১৩ দিন ধরে যাত্রীদের পরিষেবা দেওয়া যায়, তার জন্য প্রস্তুত দপ্তরের কর্মী,আধিকারিকরা| জানা যাচ্ছে, করুণাময়ী থেকে ২০ টি রুটে বিশেষ বাস চলবে| কলকাতা ছাড়াও শহরতলির একাধিক জায়গা যেমন ব্যারাকপুর, বারাসত, বালি হল্ট, বারুইপুর, গড়িয়া, কামালগাজি, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি পর্যন্ত মিলবে বাস পরিষেবা| বইমেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাত্ রাত ৮টায় শেষ বাসগুলি ছাড়বে গন্তব্যের উদ্দেশে| পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নিজে এ বিষয়ে বিভিন্ন বাস সংস্থার সঙ্গে কথা বলে সমন্বয়ের বার্তা দিয়েছেন| সূত্রের খবর, বাড়তি আয়ের লক্ষ্যে বইমেলার কটা দিন বাসমালিকরাও অতিরিক্ত পরিষেবা দিতে রাজি|
