৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

ওডিআই বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে দিল ভারতীয় দল

High News Digital Desk:
  • ওডিআই বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে দিল ভারতীয় দল

ওডিআই বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। রবিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে দিল ভারতীয় দল। জন্মদিনে অপরাজিত শতরান করে দলকে জেতালেন বিরাট কোহলি। ভারতের ৫ উইকেটে ৩২৬ রানের জবাবে ৮৩ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ২৭.১ ওভারেই শেষ হয়ে গেল প্রোটিয়াদের ইনিংস। মাত্র ৪ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হলেন। ভারতের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ইডেনে বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন রবীন্দ্র জাদেজা। ৯ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন এই বাঁ হাতি স্পিনার। ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ শামি। কামাল করলেন কুলদীপ যাদব। ৫.১ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৭ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ। ৪ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১১ রান দিয়ে ১ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। উইকেট না পেলেও, ৫ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিলেন জসপ্রীত বুমরা। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন বিরাট। স্বভাববিরুদ্ধভাবে এই ইনিংসে একটিও ছক্কা মারেননি বিরাট। তিনি ১০টি বাউন্ডারি মারেন। শ্রেয়াস আইয়ার ৮৭ বলে ৭৭ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ২৪ বলে ৪০ রান করেন। ২৪ বলে ২৩ রান করেন শুবমান গিল। ১৭ বলে ৮ রান করেন কে এল রাহুল। ১৪ বলে ২২ রান করেন সূর্যকুমার যাদব। ১৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন জাদেজা। চলতি ওডিআই বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছে।

Scroll to Top