৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

এশিয়ান গেমসের চিনের কাছে ৫-১ হেরে এশিয়াডে যাত্রা শুরু ভারতের

High News Digital Desk:
  • এশিয়ান গেমসের চিনের কাছে ৫-১ হেরে এশিয়াডে যাত্রা শুরু ভারতের

এশিয়ান গেমসের শুরুতেই বড় ধাক্কা ভারতের। চিনের কাছে ৫-১ হেরে এশিয়াডে যাত্রা শুরু ব্লু ব্রিগেড। ভারতীয় দলের রক্ষণ নিয়ে কার্যত গোটা ম্যাচে ছিনিমিনি খেলল চিন। আইএসএলের জন্য দলগুলি ফুটবলার ছাড়েনি, দ্বিতীয় সারির দলই নিয়ে চিনের বিরুদ্ধে কোনও প্রস্তুতি ছাড়া খেলতে ‌নেমেছিল ইগর স্টিমাচের দল। প্রস্তুতিহীন ভাবে খেলতে নামলে ফল কী হতে পারে সেটা বুঝিয়ে দিল চিন। এবারের এশিয়ান গেমসে ভারতের পুরুষদের ফুটবল দলে ২৩ বছরের বেশি বয়সি ২ জন ফুটবলার আছেন। তাঁরা হলেন অধিনায়ক সুনীল ছেত্রী ও ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। চিনের বিরুদ্ধে ম্যাচের আগে শোনা যাচ্ছিল, তাঁদের প্রথম একাদশে না রাখার কথাই ভাবছেন প্রধান কোচ ইগর স্টিম্যাচ। সেটা হলেই বোধহয় ভালো হত। সুনীল খারাপ খেলেননি। এরপরেও চেষ্টা করছিলেন ভারতের অধিনায়ক। কিন্তু তিনি সেভাবে কারও সাহায্য পাননি। সেই কারণেই সুনীলের পক্ষে কিছু করা সম্ভব হয়নি। কিন্তু সন্দেশ একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। অভিজ্ঞ ডিফেন্ডার হিসেবে তাঁর রক্ষণকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু সন্দেশের ভুলেই একাধিক গোল খেল ভারত। এই দীর্ঘদেহী ডিফেন্ডারকে নিয়ে যতটা প্রচার হয়, তিনি আদতে তত ভালো ফুটবলার নন। সেটা চিনের বিরুদ্ধে প্রকট হয়ে গেল। এদিন ভারতের হয়ে লড়াই করলেন গুরমিত, লালচুংনুঙ্গা, সুমিত, আয়ূষ দেব ছেত্রী, রাহুল, রোহিত দানু, ব্রাইস মিরান্ডা। কিন্তু প্রস্তুতির অভাবেই তাঁদের লড়াই বৃথা হয়ে গেল। এআইএফএফ যদি ডুরান্ড কাপের পরেই প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করতে পারত, তাহলে হয়তো চিনের বিরুদ্ধে এভাবে হারতে হত না। তার ফলেই ম্যাচ থেকে হারিয়ে গেল ভারত। প্রস্তুতি ছাড়াই এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় খেলতে গেলে যা হওয়ার ঠিক সেটাই হল ভারতের ক্ষেত্রে। যে দেশের প্রধান লিগের উপর ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণ নেই, ক্লাবগুলি দেশের স্বার্থে ফুটবলার ছাড়তে রাজি হয় না, সেদেশে এর চেয়ে বেশি কিছু আশা করা অন্যায়।

Scroll to Top