৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডি-তে আল হিলাল ক্লাবের বিরুদ্ধে খেলবে ভারতের মুম্বই সিটি এফসি,ভারতে খেলবেন নেইমার

High News Digital Desk:
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডি-তে আল হিলাল ক্লাবের বিরুদ্ধে খেলবে ভারতের মুম্বই সিটি এফসি,ভারতে খেলবেন নেইমার

ভারতে আসতে চলেছে আল হিলাল। সম্প্রতি রেকর্ড টাকায় সৌদি আরবের এই ক্লাবেই সই করেছেন ব্রাজিলের নেইমার। ফলে স্বপ্ন পূরণ হবে ভারতীয় ফুটবলপ্রেমীদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডি-তে সৌদি আরবের আল হিলাল ক্লাবের বিরুদ্ধে খেলবে ভারতের মুম্বই সিটি এফসি। ফলে ভারতে আসবেন নেইমার। পুনেতে হবে এই খেলা। এর সাথে ইরানের এফসি নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নাভবাহোর এফসি। সৌদির এই ক্লাবে সই করার পর ট্রেনিং শুরু করেছেন নেইমার। ভারতে তার অসংখ্য ফুটবল ভক্ত আছেন একথা জানেন সাম্বা কিং। তবে পুনের বালেওয়ারি ফুটবল কমপ্লেক্স নতুন করে তৈরি করা হয়েছে এই ম্যাচের কথা ভেবেই। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের কাছে এটা এক বিরাট প্রাপ্তি। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াই।  টুর্নামেন্টের গুণগত মান ও প্রতিযোগিতা বাড়াতে এএফসির তরফে প্রতিটি দলে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড়দের সংখ্যাও বাড়ানো হয়েছে। গত বারের রানার্স আপদের বিরুদ্ধে আল হিলালের লড়াইটা কিন্তু সহজ হবে না। তবে সবকিছুকে আপাতত অন্তত ছাপিয়ে যাচ্ছে নেইমারের ভারতে খেলতে আসার সম্ভাবনা।

Scroll to Top