২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫

এই বছর নতুন বিন্যাসে আসছে পরীক্ষা পে চর্চা, থাকবেন দীপিকা-সহ অনেকেই

High News Digital Desk:

এই বছর নতুন বিন্যাসে আসছে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো থাকছেনই, তাছাড়া এবার এই অনুষ্ঠানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-সহ অনেকেই। পরিক্ষা পে চার্চা এই বছর একেবারে নতুন বিন্যাসে ফিরে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি আরও বিশেষজ্ঞরা থাকবেন।

পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে থাকবেন সদগুরু, দীপিকা পাড়ুকোন, মেরি কম, অবনী লেখারা, রুজুতা দিবেকর, সোনালি সবরওয়াল, ফুডফার্মার, বিক্রান্ত ম্যাসি, ভূমি পেডনেকার, টেকনিক্যাল গুরুজি এবং রাধিকা গুপ্তার মতো ব্যক্তিত্ব, শিক্ষার্থীদের ক্ষমতায়নই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য।

Scroll to Top