নিজস্ব সংবাদদাতা : ত্রিপুরায় উল্টোরথের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা| রাতেই ঘটনাস্থলে যান তিনি| হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী| তার পরেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, এই ঘটনায় জেলাশাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি| রথের মাথা হাইটেনশন তারে লেগে দুর্ঘটনা ঘটায় আলাদা করে তদন্ত শুরু করেছে রাজ্যের ইলেকট্রিসিটি বোর্ড| রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ সমাজমাধ্যমে জানিয়েছেন, বণ্টন সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে তদন্ত করে সবিস্তার রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন তিনি| ৱুধবার বিকেল ৪টে নাগাদ ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে উল্টোরথ যাত্রার সময় রথের মাথা একটি হাইটেনশন তারে স্পর্শ করলে সেটিতে আগুন লেগে যায়| রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তিন শিশু ও তিন মহিলা সহ মোট সাত জন| গুরুতর জখম হন ১৬ জন|
হাসপাতালে আহতদের দেখে বেরিয়ে আসার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান, নিহত ব্যক্তিদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে| আহত ব্যক্তি, যাঁদের দেহের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছে, তাঁদের আড়াই লক্ষ এবং তুলনায় অল্প জখমদের দেওয়া হবে ৭৫ হাজার টাকা করে| অন্য দিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| গোটা ঘটনাটি দুঃখজনক বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী| শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার বিরোধী দল তিপ্রা মথার প্রধান প্রদ্যোত্ কিশোর মাণিক্য দেববর্মা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিসকুমার সাহা| মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, ঊনকোটি জেলার জেলাশাসক গোটা ঘটনার তদন্ত করবেন| কোনও গাফিলতি থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী|