৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

উত্তরাখণ্ডে বৃষ্টি-দুর্যোগের মধ্যেই ধামির সঙ্গে কথা কথা মোদী ও শাহের

High News Digital Desk:

দেহরাদূন-সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় বৃষ্টির দুর্যোগের মধ্যেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁরা সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

এই সঙ্কটের সময়ে কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাশে আছে বলে জানিয়েছেন মোদী ও শাহ। মুখ্যমন্ত্রী ধামি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধাকাজ। প্রশাসনের অধিকারিকরাও উপস্থিত রয়েছেন।

Scroll to Top