৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

উচ্চ প্রাথমিকের টেট পাস, ইতিহাসে এমএ, বিএড পাস করেও মেলেনি চাকরি!

প্রতিবেদক :পশুপতি দাস

হিঙ্গলগঞ্জ : কথায় কথায় বড়দের বলতে শোনা যায়, পড়াশোনা করে অনেক বড় হতে হবে| কিন্তু বড় হওয়া বলতে ঠিক কী বোঝায়? কতটা বড় হলে আক্ষরিক অর্থেই বড় হওয়া যায়?
ইতিহাসে এমএ, বিএড পাস করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক| নাম তাঁর সুভাষচন্দ্র দাস! এ এক অন্য সুভাষ! ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল তিনি| তারপরও মেলেনি চাকরি| সেজন্য জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন|

২০১৬ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ| সুভাষচন্দ্র দাস জানাচ্ছেন, আইনি জটে আটকে রয়েছে নিয়োগ|

তবে সংসার চালানোর জন্য জুতো সেলাই তাঁর আজ থেকে নয়, পড়ুয়া জীবন থেকে| যে পড়াশোনার খরচ চালানোর জন্য এক সময় এই কাজ বেছে নিয়েছিলেন সুভাষ, পরে তাকেই পেশা করতে হয়েছে সংসার চালানোর জন্য| এক সময় পড়াশোনার খরচ চালাতে কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতা সেলাই, জুতো পালিশের কাজ করতেন|

দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি| এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করে চলেছেন এমএ, বিএড পাস এই যুবক| পড়াশোনা সূত্রে বারাসাতে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি| ভাড়া মেটাতে ও পড়াশোনার খরচ চালাতে জুতো সেলাইয়ের কাজ| সেকথা বাড়ির মালিক জানতে পারে| বাড়ি ছাড়তে বাধ্য হন সুভাষ| তখনকার মতো তাঁর ঠিকানা হয় প্ল্যাটফর্ম|

উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে চেনেন| সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান তিনি| উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বাস তাঁর| রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ|

পুজোর আগে উচ্চপ্রাথমিকে নিয়োগের জট কাটতে পারে| এবার কি তবে সুদিন ফিরবে, সেই অপেক্ষায় সুভাষ|

 

 

Scroll to Top