ইংলিশ চ্যানেলে ডুবল নৌকা, ৬ জনের মৃতু্য, নিখোঁজ ২ :
শনিবার ফ্রান্স থেকে আসা শরণার্থীদের একটি নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ডুবে গিয়ে অন্তত ছয় জন নিহত হয়েছে| জীবিত উদ্ধার করা গেছে প্রায় ৫৯জনকে| যুক্তরাজ্য ও ফ্রান্সের কোস্টগার্ড যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করে বলে জানায় কর্তৃপক্ষ| বিবিসি জানায়, উদ্ধার শরণার্থীদের বেশ কয়েকজনকে একটি লাইফবোটে করে যুক্তরাজ্যের নগরী ডাভারে আনা হয়| লাইফবোট থেকে কয়েকজনকে স্ট্রেচারে করেও নামানো হয় সুরক্ষিত স্থানে| তবে তাদের শরীরে কতটা আঘাত আছে তা নিশ্চিত হওয়া যায়নি| এমনকি এই ঘটনায় কতজন আহত হয়েছেন, তাও সুনির্দিষ্ট নয়| ফরাসি ও ব্রিটিশ কোস্টগার্ডের সদস্যরা যাদের জীবিত উদ্ধার করেছেন তাঁদের বেশির ভাগই আফগান নাগরিক| ধারণা করা হচ্ছে, এ নৌকাডুবির ঘটনায় দুজন এখনো নিখোঁজ|
ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে অবস্থিত এই চ্যানেলটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথগুলোর মধ্যে অন্যতম| বর্তমানে চ্যানেলটি উত্তাল রয়েছে এবং ছোট নৌকায় করে সেটি পাড়ি দেওয়ার চেষ্টা খুবই ঝুঁকিপূর্ণ| স্থানীয়দের মতে নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল| ফলে দূর্ঘটনাটি ঘটে| একই সময়ে শরণার্থীদের আরো একটি ছোট নৌকায় সমস্যা দেখা দিয়েছিল| ওই নৌকার সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই জানা যায়|
এ বছর ১০ অগাস্ট পর্যন্ত ছোট ছোট নৌকায় করে প্রায় ১৬ হাজার শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে|