২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

আরজি কর হাসপাতালে হামলা প্রতিরোধে ব্যর্থ পুলিশ, স্বীকারোক্তি খোদ নগরপালের

কলকাতা : আরজি করে হামলার ঘটনা নিয়ে লালবাজারে সাংবাদিক বৈঠক করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, ‘স্বতঃস্ফূর্ত জমায়েতকে নিয়ন্ত্রণ করা কঠিন। সেদিন শহরের একাধিক জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল পুলিশকে। আন্দোলন যে হিংস্র হয়ে উঠবে, তা আন্দাজ করতে পারেনি পুলিশ। এটা আমাদের ব্যর্থতা বললে, বলতেই পারেন।’

‘আরজি করে ডিসিপি পর্যায়ের পুলিশও মোতায়েন ছিল। ডিসি আহত হন। সে’সময় পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। তাই নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছিল। আরজি করে হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে,’ জানালেন পুলিশ কমিশনার।

এর আগেও আরজি করের ঘটনায় গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছিলেন বিনীত গোয়েল। এদিন সাংবাদিকদের সামনে ফের একই মর্মে সওয়াল করলেন তিনি। ‘আমাদের প্রমাণ দরকার। প্রমাণ ছাড়া কাউকে আমরা ধরতে পারি না। আমাদের কাউকে বাঁচানোর নেই,’ দাবি করলেন পুলিশ কমিশনার।

‘আরজি করে চিকিৎসক ওই তরুণী আত্মহত্যা করেছেন,’ গোড়ায় পুলিশ নাকি এমনই মন্তব্য করেছিল বলে অভিযোগ। সেই অভিযোগ খারিজ করে দিয়ে এদিন বিনীত গোয়েল বলেন, ‘মৃতার পরিবারকে পুলিশ কোনও ফোন করেনি। আত্মহত্যার কথাও পুলিশ বলেনি। এটা সম্পূর্ণ গুজব।’

Scroll to Top