কলকাতা : অরিজিৎ সিংয়ের পর এবার সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল| আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল| কনসার্টটি হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর| শ্রেয়া জানিয়েছেন, কনসার্টের তারিখ বদল করা হয়েছে| ১৪ সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবর মাসে হবে ওই কনসার্ট| শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি| আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল| অক্টোবরে কনসার্টটি হবে বলে জানিয়েছেন শ্রেয়া| তবে তারিখ এখনও জানানো হয়নি| বিবৃতিতে গায়িকা উল্লেখ করেছেন, আরজি করের ঘটনা তাঁকে স্তম্ভিত করে দিয়েছে|
শনিবার সকালে বিবৃতিতে তিনি লিখেছেন, কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, তা আমাকে গভীরে আহত করেছে| নির্যাতিতাকে কত নৃশংশ অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে| আমার প্রচারক এফএম সংস্থার সঙ্গে কথা বলে আমি এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি| ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল| তার বদলে আগামী অক্টোবরে কনসার্টটি হবে| কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন গায়িকা|