কলকাতা : আরজি কর কাণ্ড নিয়ে এবার জাতীয় পতাকা হাতে আন্দোলনের কথা শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। এদিন তিনি বলেন, ‘নির্যাতিতার বাবা একবার নবান্ন অভিযানের ডাক দিন, জাতীয় পতাকা হাতে আমরা বাকিটা বুঝে নেব।’ শুভেন্দুর কথায়, ‘সব রাজনৈতিক দলের বাধ্যবাধকতা রয়েছে। নির্যাতিতার বাবাকে পথে নামতে হবে না। তিনি ডাক দিলে সবাই এক হয়ে জাতীয় পতাকা হাতে নামব।’
আরজি করের ঘটনার প্রতিবাদে সিবিআই তদন্ত চলছে। দোষীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে। সব স্তরের মানুষ এক হয়ে কলকাতা থেকে জেলায় জেলায় আন্দোলনরত। দোষীদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে শাসকদল। হেঁটেছেন মুখমন্ত্রী নিজে। এবার সেই শাসকদলের সমালোচনা করে জাতীয় পতাকা হাতে পথে নামতে চান বিরোধী দলনেতা। তবে রাজনৈতিক কোনও কর্মসূচিতে না, নির্যাতিতার বাবা নবান্ন অভিযানের ডাক দিলে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামতে প্রস্তুত তিনি।
সোমবার শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘রাজ্য সরকার বলেছে রাত মহিলাদের জন্য সুরক্ষিত নয়। এই লজ্জা রাখার কোনও জায়গা আছে? সংসদে, বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি মহিলাদের নামে দেওয়া হচ্ছে। সেখানে রাজ্য সরকার বলছে, রাতে মহিলাদের ডিউটি করার প্রয়োজন নেই। এরপর হয়ত বলবে, দিনেরবেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না।’ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন বিরোধী দলনেতা।
জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামাকে বেশ বাঁকা চোখেই দেখছে তৃণমূল। তাদের মতে এটা জাতীয় পতাকার অবমাননা। আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতার বিভন্ন জায়গায় আন্দোলনে নেমেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি উপস্থিত থাকলেও শুভেন্দু অধিকারীকে সেই সব বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায়নি। তবে তিনি বিধানসভা চত্বরে বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এবার একযোগে, দল ভুলে, রঙ ভুলে, রাস্তায় নামতে চান শুভেন্দু। কিন্তু সবটাই নির্ভর করবে নির্যাতিতার পরিবারের ডাকের উপর।