আফগানিস্তানের হোটেলে বিস্ফোরণে নিহত ৩ আহত আরও ৭ :
ফের বিস্ফোরণ আফগানিস্তানে| সোমবার (১৪ আগস্ট) দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশের এক হোটেলে এই বিস্ফোরণ ঘটে| এই ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও সাতজন| ঘটনাস্থলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে| যেখানে দেখা যায়, হোটেল থেকে কালো ধোঁয়া বের হতে| ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা| এই বিস্ফোরণের পিছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি| এমনকি কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি| যদিও আফগানিস্তানের তালিবান সরকার পূর্বের হামলার জন্য খোরাসান প্রদেশে আইএসআইএলের আঞ্চলিক সহযোগী সংগঠন ইসলামিক স্টেটকে দায়ী করেছিল| ২০২১ সালে বিদেশি সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর ক্ষমতা দখল করে তালিবান| এরপর থেকে চালানো হামলায় এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন| সেখানে তত্পড় রয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস| দেশজুড়ে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে তালেবান সরকার|
খোস্তের পুলিশের মুখপাত্র মুস্তাগফির গুরবাজ সোমবার বলেছেন, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের আফগানিস্তানের সীমান্তবর্তী একটি শহরের হোটেলে ওই বিস্ফোরণ ঘটে| তিনি বলেন, কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে কর্মকর্তারা তদন্ত করছেন| গুরবাজ অবশ্য ওই হোটেলে থাকা পাকিস্তানি শরণার্থীদের সম্পর্কে কোনো তথ্য দেননি| সেখানকার মিডিয়া অফিস জানায়, হামলাকারীরা পাকিস্তানের ওয়াজিরিস্তান অঞ্চলে থেকে আসতে পারে| এই সীমান্ত খোস্তের একদমই কাছে| আর সেখানেই বছরের পর বছর তারা কার্যক্রম পরিচালনা করছেন|