৮ আষাঢ় ১৪৩২ মঙ্গলবার ২৪ জুন ২০২৫
৮ আষাঢ় ১৪৩২ মঙ্গলবার ২৪ জুন ২০২৫

আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-০ জয় পেল পাকিস্তান

High News Digital Desk:
  • আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-০ জয় পেল পাকিস্তান

আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-০ জয় পেল পাকিস্তান। শনিবার তৃতীয় ওডিআই ম্যাচে ৫৯ রানে জয় পেল বাবর আজমের দল। এই জয়ের ফলে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল পাকিস্তান। এর আগে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের সরিয়ে এবার ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল পাকিস্তান। এখন পাকিস্তানের পয়েন্ট ২৭২৫। অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৭১৪। ভারতীয় দল এখন ওডিআই র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে। ওডিআই বিশ্বকাপ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখতে হলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে হবে পাকিস্তানকে। কাজটা মোটেই সহজ নয়। কারণ, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দলগুলি এশিয়া কাপে খেলবে। তবে পাকিস্তান যেরকম ফর্মে আছে, তাতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর। তাঁর দল ৮ উইকেটে ২৬৮ রান করে। রান তাড়া করতে নেমে ৪৮.৪ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। শেষদিকে অসাধারণ লড়াই করেন মুজিব।

Scroll to Top