নিজস্ব সংবাদদাতা : আজ থেকে শুরু হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর টিম ইন্ডিয়ার এটাই প্রথম ম্যাচ। ডমিনিকাতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে দুই দলই এই কয়দিন জোরকদমে প্রস্তুতি সেরেছে। ২০১১ সালের পর ফের ডমিনিকায় এই দুই দল টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। টিম ইন্ডিয়ার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে। সাংবাদিক সম্মেলনে বলেন রোহিত শর্মা। ক্যারিবিয়ান ২১ বছরে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ।অন্যদিকে তারা আসন্ন একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেও ব্যর্থ হয়েছে। নিজেদের সম্মান বাঁচানোর সেরা উপায় এই সিরিজে ভালো পারফর্ম করা। ভালো পারফর্ম করতে পারলে কিছুটা স্বস্তি ফিরবে। অভিজ্ঞতার দিক থেকে মনে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে রয়েছে। যদিও দলে বেশ কিছু তরুণ মুখ থাকায় আশায় বুক বাঁধছে ক্যারিবিয়ান শিবিরও। ওয়েস্ট ইন্ডিজ দলে আলাদা করে নজর থাকবে তেজনারায়ণ চন্দ্রপলের ওপর। তেজনারায়ণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে টেস্ট সেঞ্চুরি করেছেন। তেজনারায়ণেরও নজর থাকবে এই সিরিজে চমকে দেওয়া পারফরম্যান্সের দিকে।
