কলকাতা : ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| গত ২২আগস্ট ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা| কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী সেই চিঠির কোনও জবাব দেননি| নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি উত্তর দেওয়া হলেও, তা দায়সারা| দাবি মমতার| তাই ফের চিঠি| শুক্রবারের চিঠির শুরুতেই সেকথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে লেখা আমার চিঠির কোনও জবাব এখনও পর্যন্ত আসেনি|’ তিনি লিখেছেন, ‘যদিও নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর তরফে একটি উত্তর এসেছে, তবে তা আমার চিঠিতে উল্লেখিত বিষয়টির গভীরতাকে ছুঁতেই পারেনি| আমার মনে হচ্ছে যে, বিষয়টির গুরুত্ব ও বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা ওই গতানুগতিক জবাবি চিঠিতে পর্যাপ্ত প্রণিধান পায়নি|’ ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে ধর্ষণের মামলায় দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়, সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো প্রথম চিঠিতে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী|
শুক্রবারের চিঠিতে মমতা উল্লেখ করেছেন, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি জবাব দেওয়া হলেও তাতে বিষয়টির গভীরতাকে গুরুত্ব দেওয়া হয়নি| সমাজে এই ইস্যুর গুরুত্ব কতটা তাতে আলোকপাত করা হয়নি ওই জবাবে| উপর উপর একটা দায়সারা জবাব দেওয়া হয়েছে| তার পাশাপাশি, ধর্ষণ ও যৌন নির্যাতনের বিচার পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রথম চিঠিতে যে বিষয়গুলি জানানো হয়েছিল, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রত্যুত্তরে সে প্রসঙ্গের কোনও উল্লেখ নেই বলে প্রধানমন্ত্রীকে লেখা দ্বিতীয় চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী|