৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

আইপিএল : প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ

High News Digital Desk:

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাদের হোম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আইপিএল প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

ডিসির সাথে ভাগাভাগি করা পয়েন্টের ফলে এসআরএইচের এই মরশুমে ৭ পয়েন্ট হয়েছে। মাত্র ৩ টি খেলা বাকি থাকতে সানরাইজার্স সর্বোচ্চ ১৩ পয়েন্টে পৌঁছাতে পারবে। ৪ টি দলের ইতিমধ্যেই ১৪ বা তার বেশি পয়েন্ট থাকায়, এসআরএইচ এখন প্লে-অফের দৌড়ের বাইরে।

প্রথম ইনিংসে সফরকারী দলকে ৭ উইকেটে ১৩৩ রানে সীমাবদ্ধ রাখার পর ডিসির বিরুদ্ধে জয়ের আশা করেছিল এসআরএইচ। কিন্তু, ইনিংস বিরতির সময় ভারী বৃষ্টির কারণে ঘরের মাঠে জয় নিশ্চিত করার আশা ভেস্তে যায়।

গত মরসুমে ফাইনালে ওঠার পর, এসআরএইচ ২০২৫ সালের আইপিএলে শিরোপার অন্যতম ফেভারিট ছিল। কিন্তু এই বছর তারা প্রভাব ফেলতে পারল না।

Scroll to Top